Monday, August 29, 2011
অজানা..
রাত ৩:৪৭ টা।
হাত ঘড়িটা দেখে আবার হাঁটতে শুরু করলাম।
ছার দিক নিঃশব্দ। নিরব। রাস্তার পাশের দোকানের আলোতে হাল্কা পথ এগোচ্ছি।
এত রাতে আমি একা নিরবে শুন্য মনে হাতছি। কিন্তু কোন ভয় বা খারাপ লাগছে না।
এভাবে প্রায় অনেক দূর হাঁটছি। জানি না কত দূর হাঁটছি। ভুলেও গেসি কোথা থেকে এসেছি।
এই শব কিছুই মাথায় আশ্ছে না। জীবনটাকে খুব শুন্য মনে হছে।
অনেক দূর আসার পর, খেয়াল করলাম এখন সকাল হইনি।
শন্ধা রাত ভাব। আমি হাঁটছি আর হাঁটছি। কেন কোথায় যাচ্ছি, জানি না।
সকাল হছে, হঠাৎ আমার মনে হল, কে যেন আমাকে ডাকছে।
কি বীভৎস শ্বর। আমার তো শুনে গায়ে কাটা দিয়ে উঠেছে।
আবার মনে হল কে যেন আমার সামনে দারেয়া আছে।
খুব ভাল ভাবে দেখতে পারছি না। ঝাপসা দেখছি।
আমার মনে হল শে আমার একদম সামনেই দাড়িয়ে আছে।
সে হাসছে না কাদছে বুঝছি না।
হঠাৎ সে আমাকে দৌড়ে এসে হাত ধরে টেনে হিঁচড়ে কোঠায় জেনো নিয়ে যাচ্ছে।
আমি জাগায় মরে যাবো এমন মনে হচ্ছে।
কী করবো ভাবছি..
আমার প্রিয় স্নেহের আদরের Mrs. মাতা,
আমার মরনের way খুজে দিচ্ছে না। আমি আর আমার লোভে সামলাতে পারছিনা।
আমি ছময় পেলেই Mr. game-এ বসতে এক সেকেন্ড ও দেরি করি না।
আমার মরনের ও কন way নাই। Mr. game কে যে কি করবো তাই ভাবছি।
আবার মনে হয়, আম্মু যদি আমাকে একঘণ্টাও দিতো, তাইলে, আমি এমন পাগলের মত সারা দিন game-এ বশে থাকতাম না।
কিন্তু আম্মু কে কেই বা বুঝাবে? আর মামা তো মনে হয় আম্মু কে ভয় পায়।
জানি না। এগুলো বললেই আম্মু বলবে, আম্মু ভাল না।
আমি বলছি না যে আম্মু খারাপ। আমি just আম্মু কে বোঝাতে চাচ্ছি আমার ইচ্ছা।
জাই হোক আম্মু আর আমাকেও বুঝবে না। আর আম্মু যে কি চায়, আমিও তা বুঝবো না।
আমার আর মাথা খাররাপ করতে ইচ্ছে করছে না............
Subscribe to:
Posts (Atom)