Monday, August 29, 2011
কী করবো ভাবছি..
আমার প্রিয় স্নেহের আদরের Mrs. মাতা,
আমার মরনের way খুজে দিচ্ছে না। আমি আর আমার লোভে সামলাতে পারছিনা।
আমি ছময় পেলেই Mr. game-এ বসতে এক সেকেন্ড ও দেরি করি না।
আমার মরনের ও কন way নাই। Mr. game কে যে কি করবো তাই ভাবছি।
আবার মনে হয়, আম্মু যদি আমাকে একঘণ্টাও দিতো, তাইলে, আমি এমন পাগলের মত সারা দিন game-এ বশে থাকতাম না।
কিন্তু আম্মু কে কেই বা বুঝাবে? আর মামা তো মনে হয় আম্মু কে ভয় পায়।
জানি না। এগুলো বললেই আম্মু বলবে, আম্মু ভাল না।
আমি বলছি না যে আম্মু খারাপ। আমি just আম্মু কে বোঝাতে চাচ্ছি আমার ইচ্ছা।
জাই হোক আম্মু আর আমাকেও বুঝবে না। আর আম্মু যে কি চায়, আমিও তা বুঝবো না।
আমার আর মাথা খাররাপ করতে ইচ্ছে করছে না............
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment