Monday, August 29, 2011
অজানা..
রাত ৩:৪৭ টা।
হাত ঘড়িটা দেখে আবার হাঁটতে শুরু করলাম।
ছার দিক নিঃশব্দ। নিরব। রাস্তার পাশের দোকানের আলোতে হাল্কা পথ এগোচ্ছি।
এত রাতে আমি একা নিরবে শুন্য মনে হাতছি। কিন্তু কোন ভয় বা খারাপ লাগছে না।
এভাবে প্রায় অনেক দূর হাঁটছি। জানি না কত দূর হাঁটছি। ভুলেও গেসি কোথা থেকে এসেছি।
এই শব কিছুই মাথায় আশ্ছে না। জীবনটাকে খুব শুন্য মনে হছে।
অনেক দূর আসার পর, খেয়াল করলাম এখন সকাল হইনি।
শন্ধা রাত ভাব। আমি হাঁটছি আর হাঁটছি। কেন কোথায় যাচ্ছি, জানি না।
সকাল হছে, হঠাৎ আমার মনে হল, কে যেন আমাকে ডাকছে।
কি বীভৎস শ্বর। আমার তো শুনে গায়ে কাটা দিয়ে উঠেছে।
আবার মনে হল কে যেন আমার সামনে দারেয়া আছে।
খুব ভাল ভাবে দেখতে পারছি না। ঝাপসা দেখছি।
আমার মনে হল শে আমার একদম সামনেই দাড়িয়ে আছে।
সে হাসছে না কাদছে বুঝছি না।
হঠাৎ সে আমাকে দৌড়ে এসে হাত ধরে টেনে হিঁচড়ে কোঠায় জেনো নিয়ে যাচ্ছে।
আমি জাগায় মরে যাবো এমন মনে হচ্ছে।
Subscribe to:
Post Comments (Atom)
eta amar first made faltu movie.......
ReplyDeleteThis movie isn't finish yet...
ReplyDelete