Saturday, February 4, 2012

...অলসতার Advantage & Disadvantage...

          আমরা আশলে ধারণাও করতে পারি না যে আমরা আমাদের সময়, জীবন, জান্নাতে যাওয়ার আশাকে কিভাবে ধ্বংস করছি। অনেক কারণ ভাবার পর আমি দেখি সবচে ধংশাত্তক কারণ হল এই আমাদের প্রতি নিয়তের অলসতা...আমি ভাবলাম, আমরা যদি আমাদের অলশতাকে দূর করে দিতাম, আমরা নামাজ পরতে অবহেলা করতাম না...প্রতিদিন কোরআন শরিফ পরতাম, সব কাজের উন্নতি হতো। আমার মনে হয় আলসটা পুরপুরি শয়তানের থেকে আশে। কারণ এটা মোটেও কোন ভাল কাজ না।
...
           আমাদের মন আমাদের কন্ট্রোল করলে আমরা শয়তানের পথে রাওনা হতে বাধ্য। কারণ, মন কখনো চাবে না ভাল কাজ করতে। আর আম্রাজদি আমাদের মনকে কন্ট্রোল করি, জানি একটু কষ্টের, কিন্তু যখন আমরা ওই ভাল কাজের ভাল ফলাফল পাবো, তখন আমাদের আর আগের কষ্টের কথা আর মনে থাকবে না।
...
            আর অলসতার ভাল দিক একটাই, আরাম......
                          আমার আর কিছু বলার নাই...
...
           আমি আমার মনের কথা বলসি...এখন কারো কিছু বলার থাকলে Comment এ লিখে জানাতে পারেন...

No comments:

Post a Comment