Friday, September 30, 2011

Thursday, September 29, 2011

Diary.com

           ফ্রী আর গোপন ও বটে। পুরপুরি আপনার। আপনি যেভাবে চান সেভাবে আপনার লেখা ও টার সঙ্গে সঙ্গে ছবি ও রাখতে পারেন। সেটা আপনার ইচ্ছা। ধরেন- আপনি কিছু আপনার ব্যাপারে লিখেছেন। এবং আপনি কারো কাছে শেয়ার করতে চান, তবে আপনি তা পারবেন। আবার শেই লেখাটা যদি শেয়ার নাও করতে চান,তাও পারবেন। সেতা আম্নার ইচ্ছা। আবার যদি কোন নির্দিার কারো সাথে সেই লেখাটা শেয়ার করতে চান তাও পারবেন।
                                                                                                               
                                                                       (Diary.com)

Monday, September 26, 2011

শারীরিক শক্তিই আসল শক্তি নয়।
মনের শক্তিই আসল শক্তি। 

কিছু প্রশ্ন...

আমি অনেক ভাবার পর ও কন উত্তর পেলাম না। আচ্ছা, মা কি অনেক বড় জিনিস? এক কথায় শবায় বলবে, হ্যাঁ। কিন্তু আমার মাকে আমার অনেক বড় মনে হলেও, মা যে যে কাজ বা নিয়মে আমাকে বন্ধি রাখে, তা অনেকটা কষ্টকর। কিন্তু বললে বলবে কি, মা তো আমাদের ভাল চায়। কিন্তু ভাল করতে গিয়ে তো আমাদেরটা দেখে না।

The best game I ever played!!!

                                                  এটা আমার Player in (Battlefieldheroes.com)                     www.battlefieldhoroes.com