Saturday, February 4, 2012

...অলসতার Advantage & Disadvantage...

          আমরা আশলে ধারণাও করতে পারি না যে আমরা আমাদের সময়, জীবন, জান্নাতে যাওয়ার আশাকে কিভাবে ধ্বংস করছি। অনেক কারণ ভাবার পর আমি দেখি সবচে ধংশাত্তক কারণ হল এই আমাদের প্রতি নিয়তের অলসতা...আমি ভাবলাম, আমরা যদি আমাদের অলশতাকে দূর করে দিতাম, আমরা নামাজ পরতে অবহেলা করতাম না...প্রতিদিন কোরআন শরিফ পরতাম, সব কাজের উন্নতি হতো। আমার মনে হয় আলসটা পুরপুরি শয়তানের থেকে আশে। কারণ এটা মোটেও কোন ভাল কাজ না।
...
           আমাদের মন আমাদের কন্ট্রোল করলে আমরা শয়তানের পথে রাওনা হতে বাধ্য। কারণ, মন কখনো চাবে না ভাল কাজ করতে। আর আম্রাজদি আমাদের মনকে কন্ট্রোল করি, জানি একটু কষ্টের, কিন্তু যখন আমরা ওই ভাল কাজের ভাল ফলাফল পাবো, তখন আমাদের আর আগের কষ্টের কথা আর মনে থাকবে না।
...
            আর অলসতার ভাল দিক একটাই, আরাম......
                          আমার আর কিছু বলার নাই...
...
           আমি আমার মনের কথা বলসি...এখন কারো কিছু বলার থাকলে Comment এ লিখে জানাতে পারেন...

Monday, January 2, 2012

মসজিদ থেকে শোনা কিছু কথা......

                 আজ আমার যা মনে আছে তাই লেখব। So, আমার যত দূর মনে পরে, গান শনার কথা।

                গা এটা যথেষ্ট জাহান্নামে পৌঁছানোর জন্য। আর সবচে বড় কথা হল, যখন একজন গান শুনে, সে যদি নিষ্পাপ বান্দা থাকে, তাহলে একজন পাপি বান্দা হতে টাকে কেউ ঠ্যাকাতে পারবে না। যদি সে গানকে bobby হিসাবে নেয়। কারণ, এটা নেশার মত কাজ করে। একজন যখন গান শোনা শুরু করে, তখন তার আর শুনতে ইচ্ছা করে। এর পর আরও আরও। শুনতে শুনতে তার অভ্যাসে পরিণত হয়। এর পর তার আর কিছু ভাল লাগে না। তার মন শক্ত হয়ে যায়। তার পর যা হয় তা একটা Addicted মানুষের সাথে তুলনা করা যায়। যেমনঃ কারো কথা ভাল লাগে না, খারাপ ও অলস লাগে।
...
                আর শারীরিক সমস্যা তো আছেই। কান আর কত কিছুর সমস্যা হয়...এক পর্যায়ে সে একজন কাফের এর থেকেও খারাপ হয়ে যায়।
...
                একবার যদি পরকালের দিকে তাকাই, ওহ আর মনে হয় কারো গান শুনতে ইচ্ছা করবে না। যদি সে সুস্থ মানুষ হয়। যা বলছিলাম, পরকালে অনেক অনেক শাস্তির কথা বলা হয়েছে। আমার যতদূর মনে পরে, যে গান শুনে...তার...ও পরকালে তার কানে গলন্ত শীশা ভরে দেওয়া হবে। যেন সে কিছু শুনতে না পারে। পরকালে তাদের চেহারা অন্ধকারের তুকরা দিয়ে ঢাকা। আর সবচে বড় কথা হল, সে ওই তেলাওয়াত শুনতে পারবে না, যেই তেলাওয়াত মহাম্মাদ সঃ, আল্লাহ্‌ আরও অনেকে করবেন। আর ওই তেলাওয়াত যেই মধুর হবে...ভাষায় প্রকাশ করার মত না।
...
                 আর অনেক অলি আউলিয়াদের দ্বারা প্রমাণিত, গানের জত্তশব বাদ্য যন্ত্র সব হারাম...পুরপুরি হারাম...
...
                 আমি আগে অনেকক্ষণ ধরে গান শুনতাম। আর ওই মসজিদের কথা শুনে আমার আর গান শুনতে ইচ্ছা করে না। তবে যখন অনেক খারাপ লাগে, তখন একটু গান শুনি, তবে অল্প সময়ের জন্য। আর কোন মহিলার হামদ বা নাথও শুনা ঠিক না।
...
                 আর একটা কথা, মেয়েদের মত ছেলেদেরও পর্দা আছে। মেয়েদের পর্দার ব্যাপারে তো আমরা জানি, আর ছেলেদের পর্দা হল তাদের চোখকে নিছে রাখা।