Monday, December 26, 2011

I like Video Games...:(

          ...Today I'm going to talk about that game, which wastes most teen's valuable time, is known as Video game. There are many kinds of video game. Most of them are war game. Like "BattleFieldHeroes". this is 1 of them, which I found the best in free...Actually I play this game at lest once a day, & am like addicted with this game. I don't know...every day I want to play this game. & when I start playing, I forget the time, which is the main problem. After 2 or 3 hour, I feel like I didn't even play for half an hour...:( But after playing a long time, I feel so tired that, I can't do any thing...


          ...I lose my so many valuable time by play this game. In those time, I could learn so many things. I could use this time to finish my Home Works. I feel like, my life is boring, I feel like silly, when I don't play this game. I feel so bad.

                But, now I started controlling my self. I play this game for 1 hour or 1 hour & 3 minutes...


BUT, STILL I FEEL GREEDY, & PLAY FOR LIKE 4 HOURS....:/


I need a solution...D:


This is my SOLDIER in BattleFieldHeroes...:)
& this is the link...BattleFieldHroes.com

Thursday, November 10, 2011



                      দুদিন আগের কথা, তার মা নেই, বাবাও নেই। কথায় যাবে বুঝতে পারছিল না। এক বাড়ির কোনায় বসে ভাবছিল। ভাবছিল...তার মায়ের কথা, বাবা , ভাই, বোন। তার সব ছিল। সুস্থ স্বাভাবিক পরিবার। কোন কিছুরই অভাব ছিল না। ভাবতেই তার চোখের পানি আর শামলাতে পারল না। তার আর কিছুই মনে নাই। আর মনে আছে যে চোখ খুলেই ওই বিরাত দুনিয়া কাঁপানো বাসের আওয়াজ। আর কে যেন তাকে তুলে  কোথায় নিয়ে আবার ছির ঘুমের ঘুম পারিএ দিয়েছে। তার পর আর কিছুই নেই। কিছুই মনে নাই। কোথায় আছে তাই জানে না। কিন্তু সুন্দর জামা পরে আছে। কিন্তু ময়লা। ধুলায় ভরা। আর রক্ত...?...রক্ত!!! আর এই দেখে শমকে গেল। তার পর শব মনে পরল। সে নবম ক্লাস-এ পড়ত। আর বাবা, মা, ভাই, বোন সব ছিল। কিন্তু কি হল? সেটাই মনে করতে পারছে না। তার কি গাড়ি accident হয়েছিল? না, কি জানি, মনে পরছে না। তার গাড়ি accident হলে তো তার এখন ভাল হয়ে বাড়ীতে থাকার কথা। কন্তু, সে এখানে কেন? তার মাথায় ধরছে না। যাই হোক সে ওই জাগায় আর থাকতে পারছে না। আস্থে আস্থে পকেটে হাত দিয়ে হাটতে হাটতে সে তার ব্যাপারে আবারও ভাবতে শুরু করল। তার পুরানো অভ্যাস এখনও রয়েছে, পকেটে হাত দিয়ে হাঁটা। আর সে দারিয়ে থাকতে পারছে না। খুব খারাপ লাগছে। কিছু খাওয়ারও নাই। মনে হচ্ছিল পাশের ডাস্টবিন থেকে যা পাবে খেয়ে নিবে। কিন্তু তাও পারছে না। অসহায় হয়ে না পেরে তার মরে যেতে ইচ্ছে করছিলো। তার অভ্যাস ছিল, মানে ভাল লাগত ঘুমানো। তাই সে একটা ভাল দেখে জায়গা খুজে। শুয়ে ঘুমানর চেষ্টা করেও ঘুমাতে পারছিল না। খুদায় পেট ভিতর হয়ে গিয়ে ছিল। কোন মতে তার ঘুম আসছিল, তখনি এক লোক এসে তাকে ডাক দিয়ে কাছে এসে বুকে জড়িয়ে ধরে কি যেন বলছিল সে শুনতে পারছিল না। সে তা খেয়াল না করে সেই লোকটাকে তার প্রচণ্ড খিদার কথা বলল। লোকটা তার মত তার কথা বলেই যাচ্ছিল। কেউ কারুর কোথায় পাত্তা দিচ্ছিল না। হঠাৎ সব অন্ধকার হয়ে গেল। ছেলেটা তার নাম মনে করতে পারছিল না। সে কিছুই বুঝতে পারছিলো না। সে একটা অন্ধকার রুমে অন্ধকার হয়ে ছিল। 

Saturday, October 29, 2011

আমি জানি, কেমন লাগে। আর হাসি আমার Friends মেয়েদের জন্য পাগল হয়ে থাকে। আমার খুব হাসি লাগে, যে ওরাও ভুগবে। আর বললে-" এরকম পাগল হইস না। কে শোনে? আমায়ে পুরনো দিনের কথা মনে পড়ে। আমি ও এরকম পাগল ছিলাম। কি বলবো? আসলে মেয়েরা আসলেই Attractive। এটা কোন শেলে না বলবে? ঐ ছেলেরা বলতে পারে যারা ওর জন্য পাগল বা মাথা খারাপ করে না। যাই হোক, Actually আমার মনে হয় যে আমি একটু ছোট থাকতেই বেশী বুঝে গেসি। খালি মনে হয় আমার বন্ধুরা যখন ছেঁকা খাবে তখন বুঝবে। আর, আমি কখনও কাউকে সত্যিকারের ভালবাসি নাই। কিন্তু পছন্দের অভাব ছিল না। 

আমি কখনও কোন মেয়ের সাথে খুব বেশী কথা বলি নাই। আমার কেন জানি মনে হয়, কোনো মেয়ের সাথে বেশী কথা বললে সে boring feel করে। আর আমার অনেক মনে হয়েছে, আমাকে অনেকে পছন্দ করেছে। জানি না। আমিই কি পাগল নাকি, জানি না। আমি কিছুই জানি না। আমার মনে হয়, আমি মানুষের মন বুঝতে পারি। কিছু কিছু। বলতে এলে, ৭৫% common sense. 

LOVE...অনেক খারাপ জিনিস। আমি জানি না। কি বুঝে যে মানুষ ভালবাসার পাল্লায় পড়ে... আমি really জানি না। আমার মনে হয় এই সব ভাল লাগে বলে। কেন এত কষ্ট করে মানুষ এই ভুয়া জিনিসের পিছনে। আবার বললে বল্বে,"বাপ্পের মতন!!!" ঐ বাপ এই সব বেপারে care করে না, যে - মানুষ কি ভাববে !!! কিন্তু আমি আমার মতন চলতে পছন্দ করি। মানুষ কি ভাববে ভেবে আমি চলি। তবে অতটা না। 
যাই হোক, আমার আসল কথা হলো, ভালবাশবা না। (অন্তর থেকে তো কখনোই না। NEVER!!!)








Friday, October 21, 2011

LIFE is HARD. Get USE to it...

    Is it true? That Life is HARD!!! 
                       I don't think so... cause, I think that nothing is impossible. Even though man even flew in air. I couldn't belief that but it's true. & from then I started believing that nothing is imposible. All You Have To DO Is- Belief in Yourself...That's it, You got all. 

                                                    As I was saying, Is life really hard? & I said- ''No.'' Some people would say- "Yes it Is!!!" Many people think in many ways. So it must be different. & why it is easy is, there is many cause. Like we know- Rich peoples are so happy, but some of them are not. Again in another way, we can see- poor peoples are dealing with their life so hardly, but some of them are poor but much happy, more then the rich peoples. And I am losing my mind, so I can't say that Which is correct-Hard or Easy... I'm confused!!!!!!!!
vocabulary.com ) 
                       Is a web that is to learn more & more & more vocabulary. Just you have to sign in & all you will do is give test & test. If you don't know any word, you can see the definition of that word also. So that you can remember it later. 
                      That's why I am saying it's not a bad website. O also you will get score & badge if you do good in it. So I think you will like it. Then why are we waiting for!!! Go Get SCORES...



Wednesday, October 12, 2011

Sunday, October 9, 2011

The last movie I saw was-...(The man from no where)...


I really like this movie...So much that, when I saw this I was so excited to show it to my other friends...I wanted to see this superb movie many times, but I was busy that I didn't got time to see hole movie, but I some time see the cool parts of the movie. & special tnkx to my uncle, who is known as my MAMA...:D Cause he is the 1 who have gave us 2 see the coolest movies like this. I like him from my heart, also he is known as my GUIDER or GURU. Where I can get so many unique ideas...Any way he is awesome...
 
The coolest movie I ever saw...:o
                                    


This Girl is Cute... :P



Friday, September 30, 2011

Thursday, September 29, 2011

Diary.com

           ফ্রী আর গোপন ও বটে। পুরপুরি আপনার। আপনি যেভাবে চান সেভাবে আপনার লেখা ও টার সঙ্গে সঙ্গে ছবি ও রাখতে পারেন। সেটা আপনার ইচ্ছা। ধরেন- আপনি কিছু আপনার ব্যাপারে লিখেছেন। এবং আপনি কারো কাছে শেয়ার করতে চান, তবে আপনি তা পারবেন। আবার শেই লেখাটা যদি শেয়ার নাও করতে চান,তাও পারবেন। সেতা আম্নার ইচ্ছা। আবার যদি কোন নির্দিার কারো সাথে সেই লেখাটা শেয়ার করতে চান তাও পারবেন।
                                                                                                               
                                                                       (Diary.com)

Monday, September 26, 2011

শারীরিক শক্তিই আসল শক্তি নয়।
মনের শক্তিই আসল শক্তি। 

কিছু প্রশ্ন...

আমি অনেক ভাবার পর ও কন উত্তর পেলাম না। আচ্ছা, মা কি অনেক বড় জিনিস? এক কথায় শবায় বলবে, হ্যাঁ। কিন্তু আমার মাকে আমার অনেক বড় মনে হলেও, মা যে যে কাজ বা নিয়মে আমাকে বন্ধি রাখে, তা অনেকটা কষ্টকর। কিন্তু বললে বলবে কি, মা তো আমাদের ভাল চায়। কিন্তু ভাল করতে গিয়ে তো আমাদেরটা দেখে না।

The best game I ever played!!!

                                                  এটা আমার Player in (Battlefieldheroes.com)                     www.battlefieldhoroes.com                       

Monday, August 29, 2011

অজানা..


রাত ৩:৪৭ টা।
হাত ঘড়িটা দেখে আবার হাঁটতে শুরু করলাম।
ছার দিক নিঃশব্দ। নিরব। রাস্তার পাশের দোকানের আলোতে হাল্কা পথ এগোচ্ছি।
এত রাতে আমি একা নিরবে শুন্য মনে হাতছি। কিন্তু কোন ভয় বা খারাপ লাগছে না।
এভাবে প্রায় অনেক দূর হাঁটছি। জানি না কত দূর হাঁটছি। ভুলেও গেসি কোথা থেকে এসেছি।
এই শব কিছুই মাথায় আশ্ছে না। জীবনটাকে খুব শুন্য মনে হছে।
অনেক দূর আসার পর, খেয়াল করলাম এখন সকাল হইনি।
শন্ধা রাত ভাব। আমি হাঁটছি আর হাঁটছি। কেন কোথায় যাচ্ছি, জানি না।
সকাল হছে, হঠাৎ আমার মনে হল, কে যেন আমাকে ডাকছে।
কি বীভৎস শ্বর। আমার তো শুনে গায়ে কাটা দিয়ে উঠেছে।
আবার মনে হল কে যেন আমার সামনে দারেয়া আছে।
খুব ভাল ভাবে দেখতে পারছি না। ঝাপসা দেখছি।
আমার মনে হল শে আমার একদম সামনেই দাড়িয়ে আছে।
সে হাসছে না কাদছে বুঝছি না।
হঠাৎ সে আমাকে দৌড়ে এসে হাত ধরে টেনে হিঁচড়ে কোঠায় জেনো নিয়ে যাচ্ছে।
আমি জাগায় মরে যাবো এমন মনে হচ্ছে।

কী করবো ভাবছি..


আমার প্রিয় স্নেহের আদরের Mrs. মাতা,
আমার মরনের way খুজে দিচ্ছে না। আমি আর আমার লোভে সামলাতে পারছিনা।
আমি ছময় পেলেই Mr. game-এ বসতে এক সেকেন্ড ও দেরি করি না।
আমার মরনের ও কন way নাই। Mr. game কে যে কি করবো তাই ভাবছি।
আবার মনে হয়, আম্মু যদি আমাকে একঘণ্টাও দিতো, তাইলে, আমি এমন পাগলের মত সারা দিন game-এ বশে থাকতাম না।
কিন্তু আম্মু কে কেই বা বুঝাবে? আর মামা তো মনে হয় আম্মু কে ভয় পায়।
জানি না। এগুলো বললেই আম্মু বলবে, আম্মু ভাল না।
আমি বলছি না যে আম্মু খারাপ। আমি just আম্মু কে বোঝাতে চাচ্ছি আমার ইচ্ছা।
জাই হোক আম্মু আর আমাকেও বুঝবে না। আর আম্মু যে কি চায়, আমিও তা বুঝবো না।
আমার আর মাথা খাররাপ করতে ইচ্ছে করছে না............